ভিডিও এডিটিং কি? কেন শিখবো ভিডিও এডিটিং? – Interactive Cares

Select Your Favourite
Category And Start Learning.

ভিডিও এডিটিং কি? কেন শিখবো ভিডিও এডিটিং?

ভিডিও এডিটিং একটি ক্রিয়েটিভ স্কিল, কোনো গল্প বা আইডিয়াকে ভিডিও দিয়ে এক্সপ্রেস করার পদ্ধতি। সহজ কথায়, ভিডিও এডিটিং হচ্ছে গল্পের প্রয়োজনে ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজ এডিট করে পূর্ণাঙ্গ গল্পে পরিণত করা। আমরা মুভি বা সিরিজে যে সিনগুলো দেখি সেগুলো আসলে ভিডিও এডিটিং এর পরের ফাইনাল কাট। ভিডিও এডিট করার স্কিল থাকলে কর্পোরেট জব থেকে শুরু করে ফ্রিল্যান্সিং- সব পর্যায়েই প্রায় কাজ করতে পারবো।

ভিডিও এডিটিং বর্তমানে আমাদের দেশে অনেক চাহিদাময় পেশা। ডিজিটাল এই বাংলাদেশে ভিডিও এডিটরদের ব্যাপক চাহিদা রয়েছে। ইচ্ছা করলে ভিডিও এডিটিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। ভিডিও এডিটিং শিখলে বাংলাদেশই রয়েছে বিশাল কর্মক্ষেত্রে কাজের সুযোগ।

ভিডিও দ্রুত সাড়া ফেলে

ভিডিও হলো আপনার মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর গেম-চেঞ্জার। ছবি যেখানে হাজারো কথা বলতে পারে, ভিডিওগুলি সেখানে লক্ষ কথা বলতে সক্ষম। ভিডিও যে কারো আবেগ-অনুভূতিতে সাড়া ফেলে। এমনকি এটি যে কাউকে হাসাতে, কাঁদাতে এমনকি রাগাতেও পারে। তারা গুরুত্বপূর্ণ মেসেজগুলো ট্রান্সফার করতে পারে যা আপনার ব্র্যান্ড এবং দর্শকদের মধ্যে একটি কানেকশন প্রতিষ্ঠা করে। 

ভিডিও গুরুত্বপূর্ণ মার্কেটিং টুল

সঠিক উপায় আর এডিটিং সিক্রেট দিয়ে খুব সহজেই যেকোনো মেসেজ convey করা যায়। সেটা হতে পারে কোনো সচেতন মূলক মেসেজ বা হতে পারে আপকামিং কোনো ইভেন্ট এর ইনভাইটেশন মেসেজ। ম্যাচিং মিউজিকসহ ভিডিওর মতো পাওয়ারফুল মার্কেটিং টুল তেমন নেই বললেই চলে।

মানুষ এখন টিভি দেখে না । তারা এখন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও মোবাইলে বেশি সময় দেয়। এ কারণে ছোট-বড় প্রায় সব কোম্পানি এখন তাদের প্রোডাক্ট প্রচার ও প্রসারের জন্য শুধু টিভির উপর নির্ভরশীল নয়। তাই, প্রফেশনাল ভিডিও এডিটরদের দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে।

অর্থ উপার্জন

ইউটিউব থেকে আয় করতে হলে ভালো ভিডিও বানাতে হবে এবং সেগুলোর প্রেজেন্টেশনও ভালো হতে হবে। কারণ ভিডিওটি যতই তথ্য সমৃদ্ধ হোক না কেন, যদি ভাল প্রেজেন্টেশন না থাকে তবে অডিয়েন্স পুরো ভিডিওটি দেখবে না, আপনার চ্যানেল এর রিচ কমে যাবে। বিভিন্ন রকম ভিডিও বানিয়ে বিভিন্ন দেশের মানুষ অনেক আগে থেকেই ইউটিউবের মাধ্যমে প্রচুর ইনকাম করছে। এমন অনেকে আছেন যারা প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। 

ভিডিও এডিটিং শেখা চ্যালেঞ্জিং বিষয়। তবে প্রযুক্তির অগ্রগতি ও নানান সফট্ওয়ারের সহজলভ্যতার কারণে ভিডিও এডিটিং শেখা এখন কোনো কঠিন ব্যাপার নয়। ইচ্ছা করলে ঘরে বসে নিজেই ভিডিও এডিটিং শেখা যায়। একটি কথা আপনি যদি ভাল এডিটিং করতে পারেন,তাহলে আপনি ভাল পরিমান টাকা আয় করতে পারবেন। দেশে কোথাও চাকুরি যদি নাও হয়, আপনি ফ্রিল্যান্সিং করে কিংবা দেশের বাহিরে ও এ বিষয়ে চাহিদা ব্যাপক।

Share this post

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
Share on email

Related Courses

#