Mern Stack – Interactive Cares

Select Your Favourite
Category And Start Learning.

MERN Stack Web Development

MERN Stack এর “a,b,c,d” থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরোদস্তুর MERN Stack ডেভেলপার হিসেবে গড়ে তোলার দায়িত্ব এবার আমাদের। ৬ মাসের এই প্রোগ্রামে জেনে নিন MERN Stack ডেভেলপিং এর সমস্ত খুঁটিনাটি।

Play Video

৬ মাস ব্যাপী

৩০০ টি লেকচার

১৫ টি প্রজেক্ট

সার্টিফিকেট পেতে
কোর্সটি শুরু করুন
4.5/5

1,451 Ratings

COMPLETE CAREER PATH FOR MERN STACK WEB DEVELOPMENT

MERN Stack ডেভেলপার হওয়ার স্বপন এবার পূরণ হবেই। ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড এবং ডাটাবেইস নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় শেখানো হবে। MERN Stack এর জগতে তাহলে শুরু হোক আপনার পদচারণা।

HTML
CSS
Bootstrap
JavaScript
MongoDB
ExpressJS
Node JS
React JS

৩০০ টি
ভিডিও লেকচার

লাইভ
মেন্টর সাপোর্ট

পার্সোনাল
কোড রিভিউ

১০০টি লাইভ
সেশন

ডেইলি
সাপোর্ট সেশন

প্রশিক্ষকদের নিয়ে কিছু কথা

** ৩ জন মেন্টর, **০৬ মাসের প্র্যাকটিস, আমরা আর আপনারা- জার্নি আমাদের এটাই। ডেস্টিনেশন- আপনাদের পুরোদস্তুর MERN Stack ডেভেলপার বানানো।

Saidur Rahman Setu

Founder at JS Bangladesh
Former Chief Information
Officer at Stack Learner

asief-mahir111

Asief Mahir

Software Developer, JS Bangladesh
Instructor, Interactive Cares

Simanta Paul

Software Engineer, Markopolo.ai & Paysera
instructor, Interactive Cares

Eftykhar rahman01

Eftykhar Rahman

Software Engineer ACI Ltd. I
Support instructor, Interactive Cares

কী কী থাকছে এই প্রোগ্রামে?

টাকা ইনভেস্ট করছেন আপনি; আর আপনাকে লেকচারসহ যাবতীয় ম্যাটেরিয়ালস প্রোভাইড করার দায়িত্ব আমাদের। লেকচারস আর ম্যাটেরিয়ালস ছাড়াও আপনি পাচ্ছেন, লাইভ ক্লাস, কুইজ, প্রজেক্টসহ আরো অনেক সুবিধা। 

৬মাসব্যাপী এই ক্যারিয়ার পাথে আপনি পাচ্ছেন MERN Stack সবগুলো টপিকের উপর ৫০০টিরও বেশি লেকচার। ১৫০+ ঘণ্টার প্রি-রেকর্ডের ভিডিও লেকচার দিয়ে আমাদের মেন্টরগণ সর্বদা থাকবেন আপনার পাশে। তাদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন MongoDB, ExpressJS, ReactJS, NodeJS, HTML, CSS, JavaScript এর কার্যকারিতা ও ব্যবহার।

১৫ টিরও বেশি রিয়ালটাইম মক প্রজেক্ট করানো হবে এই কোর্সের এসেসমেনট ম্যাটেরিয়াল হিসেবে। এই কোর্সে কাজ করতে যেয়ে আপনি হাতে কলমে শিখবেন  MERN Stack ডেভেলপমেন্টের সব খুঁটিনাটি; সাথে আমাদের মেন্টরদের পরামর্শ তো থাকছেই।

দিনের যে কোনো সময়ে কোড লিখিতে যেয়ে আটকিয়ে গেছেন, চিন্তার কোনো কারণ নেই। আমাদের মেন্টরেরা সার্বক্ষণিক সাহায্য নিয়ে থাকবে আপনার যেকোনো কোয়েরি মিটিয়ে দিতে।

প্রোগ্রামটিতে আপনাকে প্রস্তুত করা হবে পরবর্তী চাকরির জন্য। তাই MERN Stack ডেভেলপার হিসেবে চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কীভাবে সেরা ইম্প্রেশন তৈরি করতে পারেন আর কীভাবে পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের চাকরি, সেই গাইডলাইনও পেয়ে যাবেন আমাদের কাছে। 

যেকোনো কিছু শিখতে পারার জন্যে knowledge sharing অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই আপনাদের মধ্যে নিজেরাই আলোচনা করে গোরে তুলবেন ডিসকাশন ফোরাম। যেখানে নিজেদের প্রবলেম নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করতে পারেন। আর প্রাইভেট সাপোর্ট গ্রুপে মেন্টররা পার্সোনালি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন।

প্রি-রেকর্ডেড কন্টেন্টের পাশাপাশি আমাদের ওয়েব ডেভেলপাররা থাকবেন লাইভ সেশন নিয়ে। আপনাদের ওয়েব ডেভেলপিং এন্ড ডিজাইনিং সংক্রান্ত যে কোন প্রশ্নের সমাধান পেয়ে যাবেন সরাসরি এই ক্লাসগুলো থেকে। প্রতি সপ্তাহে ৩ টি করে পুরো প্রোগ্রামে মোট ১০০ টি এরকম লাইভ সেশন থাকবে।

এই কোর্সটির সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হচ্ছে, এই কোর্সে একবার এনরোল করলে আপনি এই কোর্সের যাবতীয় ম্যাটেরিয়ালস, কুইজ, লেকচার ভিডিও সবকিছুর এক্সেস পাচ্ছেন ফর লাইফটাইম।

গ্রন্থগত বিদ্যার চেয়ে হাতে কলমে শিখানো বিদ্যা বেশি দীর্ঘস্থায়ী। তাই আপনি কোড করছেন, আর সেই কোড সাথে সাথেই পারসোনালি আমাদের মেন্টরেরা দেখে আপনাকে রিভিউ দিচ্ছে। ওয়ান টু ওয়ানএকদম হ্যান্ডস অন রিভিউ পেয়ে আপনি হয়ে উঠবেন MERN Stack এ দক্ষ একজন ডেভেলপার।

এই প্রোগ্রাম শেষে আপনারা আপনাদের ক্যারিয়ারের শুরুটা করে ফেলতে পারেন। প্রোগ্রামের শেষে থাকবে জব ফেয়ার। ৬ মাসে আপনি নিজেই দক্ষ হয়ে উঠবেন MERN Stack ডেভেলপমেন্টে। ঠিক তখনই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর এফিলিয়েশনে আয়োজন করা হবে এই জব ফেয়ার।

জব ফেয়ার থেকেই আপনার নেটওয়ার্ক তৈরি হতে পারে বিভিন্ন কোম্পানির সাথে। নিজের যোগ্যতা প্রমাণ করে সেখান থেকেই পেয়ে যেতে পারেন ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ। এছাড়াও যারা থাকবেন প্রোগ্রামের টপ পারফর্মার, তাদের সিভি পাঠানো হবে নামকরা প্রতিষ্ঠানগুলোতে INTERACTIVE CARES এর পক্ষ থেকে। তাই MERN Stack ডেভেলপার হিসেবে জার্নির শুরুটা হতে পারে আমাদের হাত ধরেই!

স্টুডেন্টদের কোর্স সম্পর্কে মতামত

স্টুডেন্টদের সাকসেস স্টোরি

আপনাদের কিছু কমন প্রশ্ন ও আমাদের উত্তর

হুম! তারপরও কিছু জিজ্ঞাসা, কিছু সন্দেহ রয়েই যাচ্ছে, তাই না? নিচের প্রশ্নের উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখুন তো, সমস্যার সমাধান হয় কী না!

জ্বী হ্যা, এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি প্রোগ্রাম। ইন্টারনেট সংযোগ এবং মোবাইল বা কম্পিউটার হলেই আপনি যোগ দিতে পারবেন।

অবশ্যই, কোর্স শেষে তো সার্টিফিকেট থাকছেই।

MERN Stack Career Path এর রেজিস্ট্রেশন ফি এর ক্ষেত্রে আমরা কোনো রিফান্ড অপশন রাখছি না। প্রয়োজনে আপনি বিস্তারিত সিলেবাস ও অনেকগুলো ডেমো ভিডিও দেখে, আমাদের ওয়েবসাইটের অন্যান্য ফ্রি মাস্টারক্লাসে এনরোল করে আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা পেতে পারেন। তবে জটিলতা এড়াতে ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফি রিফান্ড করা হবে না

MERN স্ট্যাক এই প্রোগ্রামটিতে প্রতি সপ্তাহে ৩ টি করে লাইভ সেশন হবে। মাসে ১২ টি করে সর্বোচ্চ ১০০ টি লাইভ সেশন অনুষ্ঠিত হবে

পার্টিসিপেন্টসদের নিয়ে একটি ফেইসবুক গ্রুপ তৈরি করা হবে। সেখানে আপনাদের যাবতীয় প্রশ্ন করতে পারবেন সারাজীবন। সাথে পাবেন লাইফটাইম মেন্টর সাপোর্টও।

যদি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সব টাস্ক শেষ করে আমাদের সাথে থাকতে পারেন, তাহলে অবশ্যই পারবেন। কোর্সে অনেক গুলো প্রজেক্ট থাকবে, যেগুলো আপনি নিজের CV/Resume/Portfolio তে যোগ করতে পারবেন। 

MERN Stack ডেভেলপার হিসেবে দেশীয় ব্র্যান্ড ও এজেন্সিগুলোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কোথায় প্র্যাকটিস করা উচিৎ, কিরকম পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে এপ্লাই করা উচিৎ, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে নিয়োগ করে, সেই ক্রাইটেরিয়াগুলো কিভাবে পূরণ করা উচিৎ – মোট কথা এন্ট্রি লেভেল MERN Stack ডেভেলপার হিসেবে জব পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু নিয়ে আমাদের দেশ বরেণ্য ইন্সট্রাক্টররা আপনাদেরকে গাইডলাইন দিবে প্রোগ্রামের শেষ দিকের সেশনগুলোতে।

MERN Stack ডেভেলপার হিসেবে দেশী-বিদেশী সংস্থালোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কি ধরনের পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে অ্যাপ্লাই করা উচিৎ, ইত্যাদি সব তথ্য আমাদের ইন্সট্রাক্টররা আপনাদের হাতে-কলমে শিখিয়ে দিবেন

ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে ডেভেলপার নিয়োগ করে সবই জানিয়ে দেয়া হবে আপনাদের। সর্বোপরি এই প্রোগ্রাম শেষে আপনি যেনো চাকরিক্ষেত্রের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকেন, সেই সকল ব্যবস্থাই আমরা রাখছি।

একজন মেন্টর সপ্তাহে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য অনলাইনে থাকবেন শুধুমাত্র আপনাদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধান দেয়ার জন্য

ওই নির্ধারিত সময়ে আপনারা প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজন অনুসারে ইন্সট্রাক্টরের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন

নির্ধারিত সময়ের বাইরে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আমাদের সাপোর্ট ফোরামে প্রশ্নটি পোস্ট করে রাখতে পারবেন, আমাদের মেন্টর পরবর্তী দিনে এসে আপনার জিজ্ঞাসার উত্তর দিয়ে দিবেন

আমাদের প্রোগ্রামে ৩০ টিরও বেশি প্রজেক্ট আমরা হাতে-কলমে করে শেখাবো আপনাদের। এগুলোর কিছু কিছু প্রজেক্ট কনসেপ্ট বোঝানোর সময় ডেভেলপ করা হবে, আর বাকিগুলো কনসেপ্ট বোঝানোর পর Capstone Projects হিসেবে করে দেখানো হবে

এই প্রজেক্টগুলোতে এমন সব ফিচার করে দেখানো হয়েছে, যা প্র্যাকটিস করলে যেকোনো ধরনের ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কাজ শুরু করে ফেলতে পারবেন।

ছয় মাসের এই কোর্সে আপনাকে বেশকিছু এসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং প্রতিটি এসাইনমেন্ট আমরা ম্যানুয়ালি রিভিউ করবো, প্রতিটির জন্যেই ইমেইলের মাধ্যমে পার্সোনালি ফিডব্যাক জানিয়ে দেওয়া হবে।এছাড়া কনসেপ্ট যাচাই করে নেয়ার জন্য প্রতিটি লেসনের শেষে কুইজ তো থাকবেই। এই কুইজ এবং এসাইনমেন্টের আলাদা আলাদা স্কোরগুলো কোর্সের শেষের ফাইনাল রেজাল্টে একত্রে প্রতিফলিত হবে।



আর্লি বার্ড রেজিস্ট্রেশনের মধ্যে রেজিস্ট্রেশন করলে পুরো প্রোগ্রামে পেয়ে যাবেন ৮০% স্কলারশিপ, অর্থাৎ ২৫,০০০ টাকার কোর্স পেয়ে যাবেন মাত্র ৫,০০০ টাকায়।

অবশ্যই পারবেন। তবে তাতে আর্লি বার্ডের মতো এত বেশি স্কলারশিপ পাওয়া যাবে না। অতএব, বুদ্ধিমানের মতো কাজ হবে আর্লি বার্ড রেজিস্ট্রেশনেই যোগ দিয়ে ফেলা। 

লিঙ্কঃ 

এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর পেমেন্ট করলে আপনি সরাসরি আমাদের প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 

পেমেন্ট পদ্ধতিঃ Bkash : 01727659043 (Personal)

01763881476 (Personal)

Nagad : 01727659043

“Send Money” অপশন ক্লিক করে উপরের যে কোনো একটি নম্বরে ৫,০০০ টাকা প্রেরণ করুন। reference অংশে ” 1 ” লিখুন। 

টাকা পাঠানোর পর যে নম্বরে টাকা পাঠিয়েছেন, সেই নম্বরে Transaction ID এবং যে নম্বর থেকে টাকাটি পাঠিয়েছেন, তা একটি টেক্সট মেসেজে লিখে প্রেরণ করুন।

সবগুলো স্টেপ ফলো করলেই আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হবে

প্রোগ্রাম শেষে Interactive Cares এর পক্ষ থেকে জব ফেয়ারের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবে দেশের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানের নিয়োগকর্তা। আমাদের প্রোগ্রাম থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে দক্ষতা অর্জন করে আপনারা এই এক্সক্লুসিভ জব ফেয়ার থেকে পেয়ে যেতে পারেন সেসব প্রতিষ্ঠানে চাকরির সুবর্ণ সুযোগ।

মক ইন্টারভিউ মূলত আমাদের জব প্রিপারেশনের একটা অংশ। “Complete Career Path for MERN Stack Web Development” প্রোগ্রামে আমরা শুধু ওয়েব ডেভেলপমেন্ট শেখাবই না, বরং আপনাদের MERN Stack ডেভেলপার হিসেবে ক্যারিয়ার তৈরিতে সাহায্য করব। তাই এই রিলেটেড চাকরির ইন্টারভিউতে কী ধরণের প্রশ্ন করা হয়, কীভাবে তার প্রস্তুতি নিতে হবে, কীভাবে আত্মবিশ্বাসের সাথে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার বাইরেও কী কী বিষয় উল্লেখ করলে আপনি প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন – সব মিলিয়ে ইন্টারভিউতে কীভাবে ভালো ইম্প্রেশন তৈরি করা যায় সেই প্রশিক্ষণ দেওয়া হবে। মক ইন্টারভিউ দ্বারা আপনাদের সত্যিকার জব ইন্টারভিউয়ের স্টিমুলেশন দেওয়া হবে যাতে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন।

Interactive Cares
New Dimension of Learning

© Interactive Cares. All Rights Reserved.

For any query ask us through the live chat option on the bottom right portion of the screen

#

MRTN Stack Web Developmetion Registration is available now

Fill up the form to start your journey