Start this course to guarantee your place
Get Certified Now
প্রতিবছরই কিন্তু লক্ষাধিক শিক্ষার্থী USA, Canada, Australia এবং ইউরোপের নানা দেশে Higher Study এ যাবার জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু সফল হতে পারেন ক’জন? বরং নষ্ট হয় শিক্ষার্থীদের মূল্যবান সময় এবং কষ্টার্জিত অর্থ। এর কারণ মূলত সঠিক গাইডলাইনের অভাব। কারণ বিদেশে যাওয়া মানেই শুধু IETLS TOEFL এর জন্য পড়াশোনা করা নয়। আপনার প্রিয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের প্রতিটি নিয়মকানুনই বিবেচনা করাটা জরুরী।
এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর কথা মাথায় রেখেই Interactive Cares থেকে আমরা নিয়ে এসেছি নতুন একটি প্রোগ্রাম “Higher Study Abroad Career Path” যেখানে উন্নত দেশগুলোয় যাবার জন্য দেয়া হবে সব প্রকারের গাইডলাইন, সাথে IELTS, GRE, TOEFL এর উপর পূর্ণাঙ্গ কোর্স তো থাকছেই!
আমাদের প্রোগ্রামে আরও থাকছে ১০০+ ঘণ্টার মোট ৪০০ টি প্রি-রেকর্ডেড লেকচার, ৮০ টি লাইভ ক্লাস, অসংখ্য কুইজ, এসাইনমেন্ট।থাকছেন ৮ জন মেন্টর যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। থাকছে ইউনিভার্সিটি সার্চ প্রসেস এবং প্রফেসরদের মেইল করার নিয়মকানুন, প্রফেসরদের থেকে রেকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস (SOP ), ফান্ড ম্যানেজমেন্ট, রিসার্চ প্রপোসাল , ভিসা প্রসেস এবং ভিসা ইন্টার্ভিউ নিয়ে সাহায্য। এছাড়াও থাকছে এক্সকুসিভ ইংলিশ স্পিকিং গ্রুপ যার মাধ্যমে নিজের ইংলিশ বলার দক্ষতাকে ঝালিয়ে নেয়া যাবে সহজেই। থাকবে বিশ্বমানের রিডিং ম্যাটারিয়াল এবং রিসার্চ প্রপোসালের ফিডব্যাক। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য থাকছে ২৪/৭ মেন্টর সাপোর্ট এবং প্রাইভেট সাপোর্ট গ্রুপ যেখানে যেকোনো সময় পাওয়া যাবে প্রোগ্রাম বিষয়ক যেকোনো সমস্যার সমাধান। এই প্রোগ্রামের সেরা শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে আমাদের মেন্টরদের PHD এর প্রফেসরদের কাছে সিলেকশনের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন রিকমেন্ডেশন, যা সাহায্য করতে পারে ফান্ডিং এবং ফাইনাল সিলেকশনেও । শুধুমাত্র বাইরে যাওয়ার গাইডলাইন ই নয়, বরং Australia, Canada, USA, Europe এ গিয়ে শুরুতে মানিয়ে নেওয়ার জন্য ও থাকবে গাইডলাইন।
অর্থাৎ, এই প্রোগ্রামটির মাধ্যমে পাওয়া যাবে যেকোনো উন্নত দেশের যেকোনো ইউনিভার্সিটিতে টিকে যাবার পরিপূর্ণ গাইডলাইন।
GRE কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকছেন নাজমুস সাকিব, যিনি গত ৫ বছরে ১০০০ এরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের GRE তে প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-তে লেকচারার হিসেবে কর্মরত আছেন। তিনি আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।GRE কোর্সের প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন রাফীদ রহমান তূর্য। তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচারারা হিসেবে কর্মরত আছেন। GRE এর ভার্বালে ১৬৪ এবং কোয়ান্টে ১৬৮ সর্বমোট ৩৩২ স্কোর করেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি থেকে সিজিপিএ ৪.০০ নিয়ে অনার্স শেষ করেছেন।
TOEFL কোর্সটিতে প্রশিক্ষণ দিবেন, দিমিত্রি অধিকারী, যার TOEFL Score ১২০ এর মধ্যে ১১৬। বর্তমানে তিনি বাংলালিংকের একজন মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার। স্ট্রাটেজিক এসিস্ট্যান্ট হিসেবে শুরু হয় তার কর্মজীবন। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করছেন।
IELTS কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকছেন জান্নাতুল ফেরদৌস দোলা বর্তমানে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে Graduate Research Assistant হিসাবে কাজ করছেন। তিনি Reading & Listening এ IELTS এ 9 পেয়েছেন ।
থাকছেন রোকসানা আক্তার রুপি, যার কৃতিত্বের তালিকায় রয়েছে TESOL কনসালটেন্ট, সফট স্কিল ট্রেইনার এবং ৫টি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে লেকচারার হিসেবে দায়িত্বরত থাকার অন্তত ১২ বছরের অভিজ্ঞতা।ফোনেটিক্স এবং ফ্লুয়েন্সি ট্রেইনার হিসেবেও তাঁর রয়েছে প্রচুর অভিজ্ঞতা। পাশাপাশি তিনি ট্রেইনার অফ ট্রেইনারস, কর্পোরেট ট্রেইনার, শিক্ষকদের ট্রেইনার হিসেবে কাজ করেছেন! তিনি বর্তমানে নিজস্ব শিক্ষা- প্ল্যাটফরম “ট্রেইনিং উইথ রোকসানা”র চেয়ারপার্সন। তিনি BRAC University, IUB, BUP, Jahangirnagar University তে ইংরেজীর লেকচারার ছিলেন ।USA যাওয়ার টিপস দিতে থাকছেন রাশিদ আনজুম। তিনি বুয়েট থেকে ইন্ড্রাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইন্জিনিয়ারিংয়ে অনার্স করেছেন। এরপর তিনি BUTEX এবং Independent University তে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। । বর্তমানে তিনি University of Illinois এ Industrial engineering এ PhD করছেন। Canada যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবেন সাবরিনা রশিদ সেওঁতি; তিনি MIST এর একজন লেকচারার। তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি এখন ইউনিভার্সিটি অব অ্যালবার্টার ‘Civil & Environmental Engineering’ বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।Europe যাওয়ার পরামর্শ দিতে আছেন আবরার ইসলাম বুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষ করেছেন। বর্তমানে তিনি জার্মানীর RWTH Achen University থেকে Automotive Engineering এ পড়াশোনা করছেন। Australia নিয়ে পরামর্শ দিতে থাকবেন মোহাম্মদ তারেক রহমান । তিনি University of Massachusetts থেকে এডুকেশন স্পেশালিস্ট হিসেবে মাস্টার্স অফ আর্টস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে University of Queensland থেকে তিনি PhD সম্পন্ন করেন। তিনি University of Manchester থেকেও MA করেছেন Educational leadership and School Improvement এর উপরে। বর্তমানে তিনি BRAC এর এডুকেশন প্রোগ্রামে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত আছেন। তিনি ULAB এর একজন Associate Professor.