Start this course to guarantee your place
Get Certified Now
বিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করার পরে আপনারা যারা বিসিএস লিখিত পরীক্ষায় বসছেন, তাদের মধ্যে অধিকাংশেরই ভয়ের জায়গা ইংলিশ রিটেন পরীক্ষা। কীভাবে কি উত্তর করতে হবে, কীভাবে কোন টপিকের জন্যে প্রিপারেশন নিতে হবে এসব বিষয়ে পরীক্ষার্থীদের কনফিউশান বলেন বা ভীতি, সেটা থেকেই যায়। বিষয়টা ইংলিশ; তাই বলে সেটা আরও বেশি। তবে ভয়ের আর কোনো কারণ নেই।
ইন্টারেক্টিভ কেয়ারস নিয়ে এসেছে BCS ইংলিশ লিখিত কোর্স। এই কোর্সে আমরা জানবো বিসিএস ইংরেজীতে লিখিত অংশের সম্পূর্ণ সিলেবাস। কোন কোন টপিক আছে, কি ভাবে কী পড়তে হবে না হবে সহ যাবতীয় সবকিছু। জানবো সীন কম্পিহেনশন থেকে কিভাবে উত্তর করা লাগবে, কতটুকু করতে হবে। এরপরে জোর দিতে হবে ব্যাকরণেও। ব্যাকরণ পড়তে হবে ভালো করে, কেননা পরবর্তীতে এই গ্রামার কাজে দিবে রিটেনের অন্যান্য অংশেও। অনুবাদ অংশের উত্তর করতে হবে খেয়াল করে, প্যাসেজের মূল অর্থ ঠিক রেখে। তাছাড়া essay বা রচনার অংশে সমসাময়িক বিষয় তুলে ধরতে হবে নিজের ভাষায় সাবলীল হবে। কিভাবে এসব উত্তর করতে হবে তা জানা যাবে এই কোর্সে।
কোর্সটিতে ইন্সট্রাকটর হিসেবে থাকছেন ৪০তম বিসিএসে পররাষ্ট্র বিষয়ক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহকারী ব্যবস্থাপক নাভেদ আল রাজী।
বিসিএস ইংরেজীতে রিটেন পরীক্ষায় ভালো করতে প্রিপারেশন নিতে হবে টপনচ। আর সেই টপনচ প্রিপারেশনের জন্যে স্ট্র্যাটেজিকালি পড়তে হবে, আয়ত্বে আনতে হবে সব শর্টকাট। এসব কিছু জানা যাবে আমাদের এই বিসিএস ইংলিশ রিটেন কোর্সে।
তাই আজই রেজিস্ট্রেশন করুন আমাদের এই কোর্সে। আর আপনার সমস্ত ইংরেজীভীতি দূর করুন আমাদের সাথে।