Start this course to guarantee your place
Get Certified Now
পলাশীর যুদ্ধের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিলো কে? বনফুল কার ছদ্মনাম? দেশের নামের বদলে কোন pronoun বসে? – বিসিএস পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের এরকম বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর দ্রুত ও নির্ভুলভাবে এগুলোর সমাধান করার জন্য বিগত বছরের প্রশ্নের পাশাপাশি বিভিন্ন মডেল প্রশ্নের অনুশীলন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই আমরা নিয়ে এলাম ৩০টি মডেল টেস্টের একটি কোর্স।
বিসিএস প্রস্তুতি ব্যাচের এই কোর্সে থাকবে ৩০টি মডেল টেস্ট; পাশাপাশি থাকবে সেগুলোর ভিডিও সলিউশন সহ লাইভ ক্লাস, পরীক্ষার হলের টিপস ও ট্যাক্টিক্স, পরীক্ষায় ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখার কৌশল,সচরাচর যে ভুলগুলো পরীক্ষার্থীরা করে থাকে, সেগুলো কিভাবে এড়ানো যায়, বিসিএস এর প্রস্তুতিতে নিয়মিত পরীক্ষার গুরুত্ব এবং আরও নানান খুঁটিনাটি।