#
4.5/5

1,827 Ratings

Digital Marketing Career Path

বর্তমানে পৃথিবীর প্রায় ৪.৬৬ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ, ডিজিটাল মার্কেটিং এর বদৌলতে কিন্তু পুরো বিশ্বই হতে পারে আপনার টার্গেট মার্কেট। 
তাই যদি চান নিজের ব্র্যান্ডকে জনপ্রিয় করতে, এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, ডিজিটাল মার্কেটিংই কিন্তু সেরা উপায়! 
ডিজিটাল মার্কেটিং এর A-Z নিয়ে Interactive Cares নিয়ে এলো “Digital Marketing Career Path” প্রোগ্রাম!

সার্টিফিকেট পেতে কোর্সটি শুরু করুন

Scale Up Your Revenue

ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিংয়ে কস্ট ব্যারিয়ার কম আর তাই এন্ট্রি অনেক সহজ! তাই, ছোট বাজেটেও ইফেক্টিভ প্রোমোশনের মাধ্যমে নিজের ব্র্যান্ডের ভিত্তি করতে পারবেন মজবুত। আরও পারবেন টার্গেট ডেমোগ্রাফিকের সাথে নিজের বিজনেজকে সংযুক্ত করতে সহজেই, যা আপনার বিজনেজ গ্রোথে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে!

Boost Up Your Digital Presence

৮০% মানুষ এখন যেকোনো সেবা গ্রহণের আগে ইন্টারনেটে রিসার্চ করে নেন। তাই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার টার্গেট মার্কেট শুধু হাতে গোনা কিছু এলাকায়ই থেমে থাকবে না; বরং পৌঁছে যাবে অসংখ্য মানুষের মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে। অর্থাৎ, you won’t have to find people, people will find you.

Course Contents

পাচ্ছেন ৮০+ ঘণ্টার মোট ৩০০ টি প্রি-রেকর্ডেড ভিডিও যেখানে আলোচনা করা হবে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত সবকিছু!

প্রি-রেকর্ডেড ভিডিওর পাশাপাশি থাকছে সপ্তাহে ২ টি করে মোট ৬০ টি লাইভ ক্লাস! প্রোগ্রাম বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তর এখানে ইন্সট্রাকটরদের থেকে পেয়ে যাবেন সরাসরি

আমাদের মেন্টররা কিন্তু সার্বক্ষণিক সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন ২৪/৭। আপনার যে কোন সমস্যা, যে কোন প্রশ্ন, যে কোনো সময়ে সমাধান করে নিতে পারেন প্রশিক্ষকদের কাছ থেকে

মার্কেটিং এর  এর উপর পাবেন ফ্রি এক্সক্লুসিভ রিডিং ম্যাটেরিয়াল

আপনার পারদর্শিতা যাচাইয়ের জন্য নিয়মিত নেয়া হবে মক কুইজ এবং অ্যাসেসমেন্ট এবং দেয়া হবে সাপ্তাহিক প্রজেক্ট

এই প্রোগ্রাম থেকেই আপনারা আপনাদের ক্যারিয়ারের শুরুটা করে ফেলতে পারবেন। প্রোগ্রামের শেষে থাকবে জব ফেয়ার। ৬ মাসে আপনি নিজেই দক্ষ হয়ে উঠবেন  ডিজিটাল মার্কেটিং এ। ঠিক তখনই মার্কেটিং কোম্পানিগুলোর এফিলিয়েশনে আয়োজন করা হবে একটি জব ফেয়ার

প্রোগ্রাম শেষে থাকবে জব ফেয়ার। আপনার সিভি পাঠানো হতে পারে বড় বড় এজেন্সিতে এবং একইসাথে, ইন্টারভিউের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারেন, কিভাবে ভালো ফার্স্ট ইম্প্রেশন তৈরি করতে পারেন, সেই গাইডলাইনও দেওয়া হবে এখানেই

প্রোগ্রামটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানকার সব ম্যাটেরিয়ালের লাইফটাইম এক্সেস পেয়ে যাবেন আপনি। প্রতিটি লেকচার, টেক্সট, কুইজ ও সেশন থাকবে আপনার জন্য সবসময়

Learn From The Professionals

আমরা বিশ্বাস করি “It’s the teacher that makes the difference, not the classroom.” তাই, আপনাদের সেরা অভিজ্ঞতাটা দিতে সদা প্রস্তুত থাকবেন আমাদের ৪ জন অভিজ্ঞতাসম্পন্ন ইন্সট্রাক্টর যাঁরা মার্কেটিং ফিল্ডে বিশেষজ্ঞ।

Course Modules

কি কি বিষয় শেখানো হবে প্রোগ্রামটিতে?

প্রোগ্রামের বিষয়বস্তু থাকবে- 

1

Facebook Ads & Marketing

ফেসবুক ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশ পৃথিবীতে দশম। ফেসবুক মার্কেটপ্লেসে রয়েছে লোকেশন, ডেমোগ্রাফিক এবং প্রোফাইল ইনফো ব্যবহার করে পটেনশিয়াল কাস্টমার পাবার বেশ কিছু পন্থা। আমাদের প্রোগ্রামে দেখানো হবে ফেসবুক মার্কেটিংয়ের সেরা উপায়!

2

Google Ads

গুগল অ্যাডস একটা পেইড অ্যাডভারটাইজিং প্ল্যাটফর্ম যা পে-পার-ক্লিক বা PPC নামক মার্কেটিং চ্যানেলের অন্তর্ভুক্ত। আমাদের প্রোগ্রাম আপনাকে শেখাবে গুগল অ্যাডসের মাধ্যমে গুগল,ইউটিউব এবং রিলেটেড মিডিয়ায় ওয়েবসাইট ট্র্যাফিক বাড়ানোর উপায় থেকে শুরু করে সব!

3

Instagram Marketing

ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়াকে কিভাবে একটি মার্কেটিং ফ্রেন্ডলি প্ল্যাটফরমে পরিণত করা যায়, তা আপনাকে শেখাবে আমাদের প্রোগ্রাম। লোকেশন, বয়স ইত্যাদির ওপর নির্ভর করতে কিভাবে প্রোডাক্ট এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, তাও পারবেন জানতে।

4

LinkedIn Marketing

লিঙ্কডইন বিশ্বের অন্যতম বিজনেজ এবং এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। লিঙ্কডইন মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে ব্র্যান্ড আওয়েরনেস এবং কানেকশন বাড়ানো যায় এবং লিড পাওয়া যায় তা আপনাকে শেখাতে পাশে রয়েছে আমাদের প্রোগ্রাম!

5

SEO

SEO বা Search Engine Optimization মার্কেটিং কি এবং এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট ট্র্যাফিকের কোয়ালিটি আর কোয়ানটিটি বাড়াবেন তাও জানবেন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামটিতে!

6

CopyWriting​

ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মত ডিজিটাল মার্কেটিংয়েও কপিরাইটিং খুবই গুরুত্বপূর্ণ। কপিরাইটিং মার্কেটিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার। তাই, কিভাবে একজন সফল কপিরাইটার হওয়া যায় এবং কপিরাইটিং সংক্রান্ত সব টিপ্স পেতে আপনাকে সাহায্য করবে এই প্রোগ্রামটি।

7

Email Marketing​

ইমেইল করা একটু ফরমাল বলেই কি ইগনর করে যাবেন ইমেইল মার্কেটিংকে? কিভাবে ইমেইল মার্কেটিং ব্যবহার করে গুরুত্বপূর্ণ কোম্পানি বা যেকোনো কাউকে কমার্শিয়াল মেসেজ পাঠাবেন তা শিখবেন আমাদের সাথে।

8

Advertising & Branding​

মার্কেটিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় অংশ ব্র্যান্ডিং এবং অ্যাডভারটাইজিংয়ের সব সিক্রেটস, উপায় এবং ইউনিক আইডিয়াগুলো আপনাকে দেবার জন্য আমাদের প্রোগ্রামটি প্রস্তুত!

9

Freelancing​

আমাদের প্রোগ্রামটিতে আরও জানবেন ফ্রিলান্সিং কোথাথেকে শুরু করবেন, এবং কিভাবে এগোবেন, অর্থাৎ ফ্রিলান্সিংয়ের সব কৌশল।

10

Pinterest Marketing​

বাদ যাবেনা কোনও সোশ্যাল সাইট। পিন্টারেস্ট যার জনপ্রিয়তা কিনা মিলেনিয়াল আর জেন-জিয়ের মধ্যে বেড়েই চলেছে, আমরা শেখাব কিভাবে সাইটটিতে প্রমোট করতে পারবেন নিজের ব্র্যান্ডকে এবং ছড়িয়ে দিতে পারবেন তরুণদের মাঝে।

Course Instructors

আপনাদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সাথে থাকবেন ৪ জন সুদক্ষ তরুণ ইন্সট্রাকটর, যারা প্রত্যেকে নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত।

Ishraq Dhaly-01

Ishraq Dhaly

Accounts and Servicing Director, Magnito Digital.
Former Global Brand Manager, BRAC
Former Innovations Manager, Market Access Provider Ltd.

ইশরাক ঢালী, যাঁর Advertising & Brand Management ইন্ডাস্ট্রিতে ১৯ বছর এরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ম্যাগনিটো ডিজিটাল এ একাউন্টস অ্যান্ড সার্ভিসিং এর পরিচালক হিসেবে আছেন। এর পূর্বে তিনি ব্র্যাক এ গ্লোবাল ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেছেন।তিনি মার্কেট এক্সেস প্রভাইডারস লিমিটেড এর ইনোভেশন ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন।এছাড়া তিনি ব্র্যান্ড মার্কস এর একাউন্ট ডাইরেক্টর ও ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড এর হেড অফ মার্কেটিং হিসেবে নিযুক্ত ছিলেন।এছাড়াও তিনি ম্যাডোনা কমিউনিকেশনস লিমিটেড এর স্ট্র্যাটেজি এন্ড ব্র্যান্ড এর পরিচালক হিসেবে কাজ করেছেন।

Mashfique Khalid-01

Mashfique Khalid

Certified supply Chain Analyst
President, Bangladesh Spurs.
Managing Director, Lie to Eye.
IBA, DU.

মাশফিক খালিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মার্কেটিংয়ে অনার্স করেন। বর্তমানে তিনি Bangladesh Spurs এর প্রেসিডেন্ট এবং একই সাথে Lie to Eye এর ম্যানেজিং ডাইরেক্টর পদে কর্মরত আছেন। এছাড়াও তিনি ISCEA এর একজন Certified Supply Chain Analyst. Analyzen এবং Slide up এর সাথে কাজ করেছেন তিনি। তিনি volunteer হিসেবে United Nations এর সাথে যুক্ত ছিলেন।

Sabbir Islam-01

Sabbir Islam

CEO, Wire.
Founder, youthsparks.com
Former Digital Project Manager, Invento Bangladesh.
Civil Engineering, BUET.

সাব্বির ইসলাম, যিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইন্জিনিয়ারিংয়ে পড়া শেষ করে বর্তমানে কাজ করছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। Wire নামক একটি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রভাইডার কোম্পানির CEO হিসেবে কাজ করছেন এবং একই সাথে Lumiere studios এর ম্যানেজিং পার্টনার হিসেবে আছেন। ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি ফ্রিল্যান্স রাইটার হিসেবেও কাজ করছেন তিনি। বর্তমানে Upwork.com -এ এবং এর আগেও youthsparks.com -এ এডিটর এবং ফাউন্ডার হিসেবে জড়িত ছিলেন। এছাড়াও ডিজিটাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন Invento Bangladesh-এর সাথে।

Mahadi Hasan Sagor

Mahadi Hasan Sagor

Founder, Geeky Social
Founder, SMEVai.
Finance, DU.

মাহাদি হাসান সাগর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স পড়া শেষ করে বর্তমানে কাজ করছেন একজন উদ্যোক্তা হিসেবে। তিনি গিকি সোশ্যাল লিমিটেড, দেশের অন্যতম ডিজিটাল মিডিয়া মার্কেটিং এজেন্সির প্রতিষ্ঠাতা। একইসাথে তিনি SMEVai এরও প্রতিষ্ঠাতা।

Frequently Asked Questions

আপনাদের কিছু প্রশ্ন ও আমাদের উত্তর

মার্কেটিং বলতেই আজকাল মানুষ বোঝে ডিজিটাল; ট্র্যাডিশনাল মার্কেটিং নয়। কেন? কারণ, এখন যুগটাই যে ডিজিটাল! বর্তমানে পৃথিবীর প্রায় ৪.৬৬ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ, পুরো বিশ্বই কিন্তু হতে পারে আপনার টার্গেট মার্কেট। একইসাথে, ডিজিটাল মার্কেটিং কাস্টমার ইন্টার‍্যাকশন বাড়িয়ে দেয় হাজারগুণে। তাই যদি চান নিজের ব্র্যান্ডকে জনপ্রিয় করতে, এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, ডিজিটাল মার্কেটিংই কিন্তু সেরা উপায়! এজন্য ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা অর্জন করা প্রয়োজন।

৬ মাসের এই প্রোগ্রামে পাচ্ছেন ৮০ ঘণ্টার মোট ৩০০ টি প্রি-রেকর্ডেড ভিডিও যেখানে আলোচনা করা হবে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত সবকিছু! ওয়ান টু ওয়ান মেন্টর সাপোর্ট থাকবেই যা আপনাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ২৪/৭ সেবা প্রদান করবে। মার্কেটিং এর এর উপর পাবেন ফ্রি এক্সক্লুসিভ রিডিং ম্যাটেরিয়াল যা ভিত্তি মজবুত করতে বেশ সহায়ক হবে। দক্ষতা অর্জনের ধারা বজায় রাখতে আপনাদের জন্য থাকবে মক কুইজ এবং অ্যাসেসমেন্ট এবং প্রোজেক্ট ভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে দেয়া হবে সাপ্তাহিক প্রজেক্ট।

৩০০ টি প্রি-রেকর্ডেড ৮০ ঘণ্টার ভিডিওগুলোর পাশাপাশি ৬০ টি লাইভ ক্লাস নেওয়া হবে যেখানে প্রোজেক্ট ভিত্তিক সমস্যাগুলোর হাতে কলমে সমাধান করা ও বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করা হবে। লাইভ ক্লাসগুলো হবে ইন্টারঅ্যাকটিভ যা আপনার দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেডলাইনের মধ্যে আর্লি বার্ড রেজিস্ট্রেশন করলে পুরো প্রোগ্রামে পেয়ে যাবেন ৮০% স্কলারশিপ। অর্থাৎ ২০,০০০ টাকার সমমূল্যের পুরো প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র ৪০০০ টাকায়।

ফ্রীল্যান্সিং সেক্টরে যে সব বিশেষ কৌশল ব্যবহার করে নিজের দক্ষতার প্রমাণ করা যাবে, সেই বিষয়গুলো মাথায় রেখে কোর্সটি তৈরি করা হয়েছে।

প্রোগ্রাম শেষে থাকবে জব ফেয়ার। আপনার সিভি পাঠানো হতে পারে বড় বড় এজেন্সিতে এবং একইসাথে, সেই ইন্টারভিউ ফেস করার জন্য প্রস্তুতিতেও দেয়া হবে পরামর্শ!

না, এখানকার সব ম্যাটেরিয়ালের লাইফটাইম এক্সেস পেয়ে যাবেন আপনি। প্রতিটি লেকচার, টেক্সট, কুইজ ও সেশন থাকবে আপনার জন্য সবসময়। তাই যেকোনো সময় চাইলেই আপনি নিজের মেমোরিকে করে নিতে পারবেন ঝালাই।

নিজের প্রোডাক্ট বা ব্যবসা সম্পর্কে বর্তমান সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুল টার্গেট করে আকর্ষণীয় ও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করে গ্রাহকের কাছে পৌঁছানো যেতে পারে। কেননা সোশ্যাল মিডিয়া ভিত্তিক অ্যাড অন্যদের থেকে ১০ গুন বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারে।

২০২১ সালের জরিপ অনুযায়ী, মোট ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৫৪.৮ শতাংশ হল মোবাইল ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটভিত্তিক সমস্ত কার্যক্রমে সংযুক্ত থাকেন। তাই, মোবাইল SEO আপনার ব্যবসা বা প্রোডাক্ট এর জনপ্রিয়তা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

জ্বি, এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রোগ্রাম, শুধু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।

অবশ্যই, কোর্স শেষে সার্টিফিকেট অর্জন করতে পারবেন যা আসলেই আপনার পরিশ্রমের ফসল।

জটিলতা এড়াতে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন ফি এর ক্ষেত্রে আমরা কোনো রিফান্ড অপশন রাখছি না। প্রয়োজনে আপনি বিস্তারিত সিলেবাস ও অনেকগুলো ডেমো ভিডিও দেখে, আমাদের ওয়েবসাইটের অন্যান্য ফ্রি মাস্ট্রাক্লাসে এনরোল করে আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা পেতে পারেন যেখান থেকে আপনি পরিষ্কারভাবে প্রোগ্রামটিতে এনরোল করার সিদ্ধান্ত নিতে পারেন।

আমরা পার্টিসিপেন্টদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ তৈরি করবো; সেখানে নিজেরা নিজেদের ভিতর সাহায্য চাইতে ও করতে পারবেন লাইফটাইম মেন্টর সাপোর্ট দেয়া হবে যা আপনার দক্ষতার উন্নয়ন ও পেশাগত জীবনে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসমূহ দিবে।

যদি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সব শেষ করতে পারেন, তাহলে অবশ্যই পারবেন। কোর্সে অনেক গুলো প্রজেক্ট থাকবে, যেগুলো আপনি নিজের CV/RESUME/PORTFOLIO তে যোগ করতে পারবেন।

ফ্রীল্যান্সিং এর পাশাপাশি স্বনামধন্য প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ ব্যক্তিদের জন্য রয়েছে নানান সুবিধা। আপনার দক্ষতা ও পারফরমেন্স এর ভিত্তিতে আপনাকে উক্ত প্রতিষ্ঠানগুলোতে আপনাকে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। আবার ফ্রী-ল্যাঞ্চিং ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হবে।

ডিজিটাল মার্কেটিং এ দক্ষ ব্যক্তিদের দেশী-বিদেশী সংস্থালোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কি ধরনের পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে অ্যাপ্লাই করা উচিৎ, ইত্যাদি সব তথ্য আমাদের ইন্সট্রাক্টররা আপনাদের হাতে-কলমে শিখিয়ে দিবেন। ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে নিয়োগ করে সবই জানিয়ে দেয়া হবে আপনাদের। সর্বোপরি এই প্রোগ্রাম শেষে আপনি যেনো চাকরিক্ষেত্রের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকেন, সেই সকল ব্যবস্থাই আমরা রাখছি

একজন মেন্টর সপ্তাহে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য অনলাইনে থাকবেন শুধুমাত্র আপনাদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধান দেয়ার জন্য
ওই নির্ধারিত সময়ে আপনারা প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজন অনুসারে ইন্সট্রাক্টরের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন
নির্ধারিত সময়ের বাইরে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আমাদের সাপোর্ট ফোরামে প্রশ্নটি পোস্ট করে রাখতে পারবেন, আমাদের মেন্টর পরবর্তী দিনে এসে আপনার জিজ্ঞাসার উত্তর দিয়ে দিবেন

ছয় মাসের মধ্যে আপনাকে অনেকগুলো এসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং প্রতিটি এসাইনমেন্ট আমরা ম্যানুয়ালি রিভিউ করবো, প্রতিটির জন্যেই ইমেইলের মাধ্যমে পার্সোনালি ফিডব্যাক জানিয়ে দিবো
এছাড়া কনসেপ্ট যাচাই করে নেয়ার জন্য প্রতিটি লেসনের শেষে কুইজ তো থাকবেই
এই কুইজ এবং এসাইনমেন্টের আলাদা আলাদা স্কোরগুলো কোর্সের শেষের ফাইনাল রেজাল্টে একত্রে প্রতিফলিত হবে

অবশ্যই পারবেন। তবে তাতে আর্লি বার্ডের মতো এত বেশি স্কলারশিপ পাওয়া যাবে না। অতএব, বুদ্ধিমানের মতো কাজ হবে আর্লি বার্ড রেজিস্ট্রেশনেই যোগ দিয়ে ফেলা।

ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd38NfdztV2VEn3Bt4tLnjeRTDTeUZyOPtDbpa6S-AuJ_Qnzg/viewform
এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর পেমেন্ট করলে আপনি সরাসরি আমাদের প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
পেমেন্ট পদ্ধতিঃ
BKASH : 01727659043 (PERSONAL)
01763881476 (PERSONAL)
NAGAD : 01727659043
# “SEND MONEY” অপশন ক্লিক করে উপরের যে কোনো একটি নম্বরে ৪,০০০ টাকা প্রেরণ করুন। REFERENCE অংশে ” 1 ” লিখুন।
টাকা পাঠানোর পর যে নম্বরে টাকা পাঠিয়েছেন, সেই নম্বরে TRANSACTION ID এবং যে নম্বর থেকে টাকাটি পাঠিয়েছেন, তা একটি টেক্সট মেসেজে লিখে প্রেরণ করুন।
সবগুলো স্টেপ ফলো করলেই আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হবে।

প্রোগ্রাম শেষে INTERACTIVE CARES এর পক্ষ থেকে জব ফেয়ারের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবে দেশের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানের নিয়োগকর্তা। আমাদের প্রোগ্রাম থেকে দক্ষ ও পরিশ্রমী ব্যক্তিদের জন্য সেসব প্রতিষ্ঠানে চাকরির সুবর্ণ সুযোগ।

মক ইন্টারভিউ মূলত আমাদের জব প্রিপারেশনের একটা অংশ। “Digital Marketing Career Path” প্রোগ্রামে আমরা শুধু ডিজিটাল মার্কেটিং এর টপিকসই শেখাবই না, বরং আপনাদের ক্যারিয়ার তৈরিতে সাহায্য করব। তাই এই রিলেটেড চাকরির ইন্টারভিউতে কী ধরণের প্রশ্ন করা হয়, কীভাবে তার প্রস্তুতি নিতে হবে, কীভাবে আত্মবিশ্বাসের সাথে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার বাইরেও কী কী বিষয় উল্লেখ করলে আপনি প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন – সব মিলিয়ে ইন্টারভিউতে কীভাবে ভালো ইম্প্রেশন তৈরি করা যায় সেই প্রশিক্ষণ দেওয়া হবে। মক ইন্টারভিউ দ্বারা আপনাদের সত্যিকার জব ইন্টারভিউয়ের স্টিমুলেশন দেওয়া হবে যাতে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন।

Register Today!

আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তোলবার দায়িত্ব এবার আমাদের।
রেজিস্টার করুন আজই এবং ৮০% স্কলারশিপে প্রোগ্রামটি উপভোগ করুন মাত্র ৪,০০০ টাকায়!

Best Choise

Early Bird
Registration

One time Payment

4,000
BDT

Lifetime Access

Registration

One time Payment

20,000 BDT

Lifetime Access

আর্লি বার্ড রেজিস্ট্রেশনের শেষ সময়

  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলুন

© Interactive Cares. All Rights Reserved.

Contact Info

4.5/5

1,827 Ratings

4.5/5

1,827 Ratings

#