#

Full Stack Web Development

ওয়েব ডেভেলপমেন্টের “অ আ ক খ” শেখানো থেকে আপনাকে পরিপূর্ণ একজন ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তোলার দায়িত্ব এবার আমাদের। ০৮ মাসের এই প্রোগ্রামে জেনে নিন ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ ও সফটওয়্যারের খুঁটিনাটি।

০৮ মাস ব্যাপী

৫০০ টি লেকচার

৩৫ টি প্রজেক্ট

সার্টিফিকেট পেতে
কোর্সটি শুরু করুন
4.5/5

1,451 Ratings

Complete Career Path for Full Stack Web Development

ওয়েব ডেভেলপার হওয়ার স্বপ্ন এবার হবে পূরণ। সম্পূর্ণ ফ্রন্ট ও ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখা হবে শূন্য থেকেই। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের বৈচিত্র্যময় দুনিয়ায় আপনাকে স্বাগতম।

HTML
CSS
Bootstrap
Django
JavaScript
Python
Java
SQL
React JS

৫০০ টি
ভিডিও লেকচার

লাইভ
মেন্টর সাপোর্ট

পার্সোনাল
কোড রিভিউ

ডেইলি লাইভ
সাপোর্ট সেশন

প্রশিক্ষকদের নিয়ে কিছু কথা

০৮ মাস, ৬ জন স্বনামধন্য মেন্টর, আর আপনারা – এইতো আমাদের জার্নি। দেশসেরা এই প্রশিক্ষকদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট শেখা হবে সহজ আর খুবই মজাদার।

Saidur Rahman Setu

Founder at JS Bangladesh
Former Chief Information
Officer at Stack Learner

CCP Instructor (5)

Tanveer Hossain Munim

Computer science & Engineering, BUET
Academic Team member & Champion
Bangladesh math olympiad

CCP Instructor (3)

Zahid Hassan

Software Engineer,
Reve Systems Limited
Ex- Software Engineer,
Cokreates Limited
Ex - BUET CSE

CCP Instructor (4)

Sultan Mahmud Seeum

Software Engineer,
Goldman Sachs ( Singapore)
Ex- BUET CSE

asief-mahir111

Asif Mahir

SOFTWARE DEVELOPER, JS BANGLADESH INSTRUCTOR, INTERACTIVE CARES

Rayeedah

Rayeeda Islam

BUSINESS DEVELOPMENT CONSULTANT AT FEENIX LAB IELTS SCORE - 8.5

কী কী থাকছে এই প্রোগ্রামে?

এতো টাকা ইনভেস্ট করবেন কি শুধুই লেকচার ক্লাসের জন্য? অবশ্যই না। লাইভ ক্লাস, রিডিং ম্যাটেরিয়াল, কুইজ, প্রজেক্ট সহ যে আরও কত আকর্ষণীয় সুবিধা থাকছে এতে তার ইয়ত্তা নেই। এখান থেকে তারই কিছুটা অবশ্য আন্দাজ করে নিতে পারেন।

০৮ মাস ব্যাপী এই প্রোগ্রামের লেকচার ভিডিও কন্টেন্টে মোট ৫০০ টি টপিক কভার করা হবে। ১৫০+ ঘণ্টার প্রি-রেকর্ডেড ভিডিও তে থাকবে ৬ জন সেরা মেন্টরের টিচিং ম্যাটেরিয়াল। এ থেকে আপনারা শিখতে পারবেন HTML, CSS, Python, Django, Javascript, React, SQL, Django Rest API, Redux, Java প্রভৃতির পুঙ্খানুপুঙ্খ ব্যবহার। 

৩৫ টিরও বেশি মক প্রজেক্ট থাকবে আপনাদের এসেসমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে। এই প্রজেক্টগুলোর উপর কাজ করতে গিয়ে আপনি হাতে কলমে শিখবেন ওয়েব ডেভেলপমেন্টের সব খুঁটিনাটি। আর আমাদের মেন্টররা তো থাকবেনই আপনাদের প্রজেক্টের কাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য।

আমাদের মেন্টররা কিন্তু সার্বক্ষণিক সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন ২৪/৭। আপনার যে কোন সমস্যা, যে কোন প্রশ্ন, যে কোনো সময়ে সমাধান করে নিতে পারেন প্রশিক্ষকদের কাছ থেকে।

প্রোগ্রামে আপনাকে প্রস্তুত করা হবে পরবর্তী চাকরির জন্য। তাই ওয়েব ডেভেলপার হিসেবে চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নিতে পারেন, ইন্টারভিউতে কীভাবে সেরা ইম্প্রেশন তৈরি করতে পারেন আর পেয়ে যেতে পারেন স্বপ্নের চাকরি, সেই গাইডলাইনও দেওয়া হবে এখানেই। 

যে কোনো কিছু শেখাটা সবচেয়ে ভালো হয় যখন সেটা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন। নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করতে শিখে ফেলা মানে আশি ভাগ শিক্ষণ সম্পন্ন হয়ে যাওয়া। তাই আমাদের প্রোগ্রামে থাকবে ডিসকাশন ফোরাম, যেখানে নিজেদের প্রবলেম নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করতে পারেন। আর প্রাইভেট সাপোর্ট গ্রুপে মেন্টররা পার্সোনালি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন।

আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ বাচ ৭ আপনি পাচ্ছেন ডেইলি লাইভ সাপোর্ট সেশন। এই সেশনে প্রতিদিন দেড় ঘণ্টার জন্যে আমাদের একজন ইন্সট্রাকটর আপনাদের সাথে থাকবেন এবং আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর দিবেন।

প্রি-রেকর্ডেড কন্টেন্টের পাশাপাশি বিখ্যাত ওয়েব ডেভেলপাররা থাকবেন লাইভ সেশন নিয়ে। আপনাদের ওয়েব ডেভেলপিং এন্ড ডিজাইনিং সংক্রান্ত যে কোন প্রশ্নের সমাধান পেয়ে যাবেন সরাসরি এই ক্লাসগুলো থেকে। প্রতি সপ্তাহে ৩ টি করে পুরো প্রোগ্রামে মোট ১০০ টি এরকম লাইভ সেশন থাকবে। 

প্রোগ্রামটির সবচেয়ে বড় সুবিধার কথা তো এখনো বলাই হয় নি। এখান থেকে সব ম্যাটেরিয়ালের লাইফটাইম এক্সেস পেয়ে যাবেন আপনি। প্রতিটি লেকচার, টেক্সট, প্রজেক্ট, কুইজ ও সেশন থাকবে আপনার জন্য সবসময়। তাই যে কোন মূহুর্তেই ওয়েব ডেভেলপমেন্টের জ্ঞানটাকে ঝালাই করে নিতে পারবেন। 

ওয়েব ডেভেলপমেন্ট প্রসেসে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোড রিভিউ। আপনি বই পড়ে বা ভিডিও দেখে যতই জানেন না কেন, হাতে কলমে কোডিং না করতে পারলে সেই জানার কোন মূল্য নেই। তাই আমরা প্রোগ্রামে রাখছি পার্সোনাল কোড রিভিউয়ের ব্যবস্থা, যাতে আপনার করা কোডিং মূল্যায়ন করে দিতে পারেন আমাদের মেন্টর সাপোর্ট গ্রুপ এবং আপনার শেখাটা হয়ে ওঠে আরও ইফেক্টিভ।

এই প্রোগ্রাম থেকেই আপনারা আপনাদের ক্যারিয়ারের শুরুটাও করে ফেলতে পারেন। প্রোগ্রামের শেষে থাকবে জব ফেয়ার। ৬ মাসে আপনি নিজেই দক্ষ হয়ে উঠবেন ওয়েব ডেভেলপমেন্টে। ঠিক তখনই ওয়েব ডেভেলপার নিয়োগদাতা কোম্পানিগুলোর এফিলিয়েশনে আয়োজন করা হবে এই জব ফেয়ার। 

জব ফেয়ার থেকেই আপনার নেটওয়ার্ক তৈরি হতে পারে বিভিন্ন কোম্পানির সাথে। নিজের যোগ্যতা প্রমাণ করে সেখান থেকেই পেয়ে যেতে পারেন ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ। এছাড়াও যারা থাকবেন প্রোগ্রামের টপ পারফর্মার, তাদের সিভি পাঠানো হবে নামকরা প্রতিষ্ঠানগুলোতে Interactive Cares এর পক্ষ থেকে। তাই ওয়েব ডেভেলপার হিসেবে জার্নির শুরুটা হতে পারে আমাদের হাত ধরেই! 

কোর্স শেষে চাকরীর সুযোগ

স্টুডেন্টদের কোর্স সম্পর্কে মতামত

স্টুডেন্টদের সাকসেস স্টোরি

আপনাদের কিছু কমন প্রশ্ন ও আমাদের উত্তর

হুম! তারপরও কিছু জিজ্ঞাসা, কিছু সন্দেহ রয়েই যাচ্ছে, তাই না? নিচের প্রশ্নের উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখুন তো, সমস্যার সমাধান হয় কী না!

জ্বি, এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রোগ্রাম, শুধু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।

অবশ্যই, কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই

ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন ফি এর ক্ষেত্রে আমরা কোনো রিফান্ড অপশন রাখছি না। প্রয়োজনে আপনি বিস্তারিত সিলেবাস ও অনেকগুলো ডেমো ভিডিও দেখে, আমাদের ওয়েবসাইটের অন্যান্য ফ্রি মাস্ট্রাক্লাসে এনরোল করে আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা পেতে পারেন

তবে জটিলতা এড়াতে ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফি রিফান্ড করা হবে না

ফুল স্ট্যাক এই প্রোগ্রামটিতে প্রতি সপ্তাহে ৩ টি করে লাইভ সেশন হবে। মাসে ১২ টি করে সর্বোচ্চ ১০০ টি লাইভ সেশন অনুষ্ঠিত হবে

আমরা পার্টিসিপেন্টদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ তৈরি করবো; সেখানে নিজেরা নিজেদের ভিতর সাহায্য চাইতে ও করতে পারবেন

লাইফটাইম মেন্টর সাপোর্ট দেয়া হবে

যদি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সব শেষ করতে পারেন, তাহলে অবশ্যই পারবেন। কোর্সে অনেক গুলো প্রজেক্ট থাকবে, যেগুলো আপনি নিজের CV/Resume/Porfolio তে যোগ করতে পারবেন

ওয়েব ডেভেলপার হিসেবে দেশীয় ব্র্যান্ড ও এজেন্সিগুলোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কোথায় প্র্যাকটিস করা উচিৎ, কিরকম পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে এপ্লাই করা উচিৎ, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে নিয়োগ করে, সেই ক্রাইটেরিয়াগুলো কিভাবে পূরণ করা উচিৎ – মোট কথা এন্ট্রি লেভেল ওয়েব ডেভেলপার হিসেবে জব পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু নিয়ে আমাদের দেশ বরেণ্য ইন্সট্রাক্টররা আপয়ান্দেরকে গাইডলাইন দিবে প্রোগ্রামের শেষ দিকের সেশনগুলোতে

ওয়েব ডেভেলপার হিসেবে দেশী-বিদেশী সংস্থালোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কি ধরনের পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে অ্যাপ্লাই করা উচিৎ, ইত্যাদি সব তথ্য আমাদের ইন্সট্রাক্টররা আপনাদের হাতে-কলমে শিখিয়ে দিবেন

ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে ডেভেলপার নিয়োগ করে সবই জানিয়ে দেয়া হবে আপনাদের। সর্বোপরি এই প্রোগ্রাম শেষে আপনি যেনো চাকরিক্ষেত্রের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকেন, সেই সকল ব্যবস্থাই আমরা রাখছি

একজন মেন্টর সপ্তাহে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য অনলাইনে থাকবেন শুধুমাত্র আপনাদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধান দেয়ার জন্য

ওই নির্ধারিত সময়ে আপনারা প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজন অনুসারে ইন্সট্রাক্টরের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন

নির্ধারিত সময়ের বাইরে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আমাদের সাপোর্ট ফোরামে প্রশ্নটি পোস্ট করে রাখতে পারবেন, আমাদের মেন্টর পরবর্তী দিনে এসে আপনার জিজ্ঞাসার উত্তর দিয়ে দিবেন

আমাদের প্রোগ্রামে ৩০ টিরও বেশি প্রজেক্ট আমরা হাতে-কলমে করে শেখাবো আপনাদের

এগুলোর কিছু কিছু প্রজেক্ট কনসেপ্ট বোঝানোর সময় ডেভেলপ করা হবে, আর বাকিগুলো কনসেপ্ট বোঝানোর পর Capstone Projects হিসেবে করে দেখানো হবে

এই প্রজেক্টগুলোতে এমন সব ফিচার করে দেখানো হয়েছে, যা প্র্যাকটিস করলে যেকোনো ধরনের ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কাজ শুরু করে ফেলতে পারবেন

ছয় মাসের মধ্যে আপনাকে  অনেকগুলো এসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং প্রতিটি এসাইনমেন্ট আমরা ম্যানুয়ালি রিভিউ করবো, প্রতিটির জন্যেই ইমেইলের মাধ্যমে পার্সোনালি ফিডব্যাক জানিয়ে দিবো

এছাড়া কনসেপ্ট যাচাই করে নেয়ার জন্য প্রতিটি লেসনের শেষে কুইজ তো থাকবেই

এই কুইজ এবং এসাইনমেন্টের আলাদা আলাদা স্কোরগুলো কোর্সের শেষের ফাইনাল রেজাল্টে একত্রে প্রতিফলিত হবে

আর্লি বার্ড রেজিস্ট্রেশনের মধ্যে রেজিস্ট্রেশন করলে পুরো প্রোগ্রামে পেয়ে যাবেন ৮০% স্কলারশিপ, অর্থাৎ ২৫,০০০ টাকার কোর্স পেয়ে যাবেন মাত্র ৫,০০০ টাকায়

অবশ্যই পারবেন। তবে তাতে আর্লি বার্ডের মতো এত বেশি স্কলারশিপ পাওয়া যাবে না। অতএব, বুদ্ধিমানের মতো কাজ হবে আর্লি বার্ড রেজিস্ট্রেশনেই যোগ দিয়ে ফেলা। 

https://forms.gle/jyszXLivV27uP6bj7

এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর পেমেন্ট করলে আপনি সরাসরি আমাদের প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 

পেমেন্ট পদ্ধতিঃ 

Bkash : 01727659043 (Personal)

          01763881476 (Personal)

Nagad : 01727659043

# “Send Money” অপশন ক্লিক করে উপরের যে কোনো একটি নম্বরে ৫,০০০ টাকা প্রেরণ করুন। reference অংশে ” 1 ” লিখুন। 

টাকা পাঠানোর পর যে নম্বরে টাকা পাঠিয়েছেন, সেই নম্বরে Transaction ID এবং যে নম্বর থেকে টাকাটি পাঠিয়েছেন, তা একটি টেক্সট মেসেজে লিখে প্রেরণ করুন।

সবগুলো স্টেপ ফলো করলেই আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হবে।

প্রোগ্রাম শেষে Interactive Cares এর পক্ষ থেকে জব ফেয়ারের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবে দেশের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানের নিয়োগকর্তা। আমাদের প্রোগ্রাম থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে দক্ষতা অর্জন করে আপনারা এই এক্সক্লুসিভ জব ফেয়ার থেকে পেয়ে যেতে পারেন সেসব প্রতিষ্ঠানে চাকরির সুবর্ণ সুযোগ। 

মক ইন্টারভিউ মূলত আমাদের জব প্রিপারেশনের একটা অংশ। “Complete Career Path for Full Stack Web Development” প্রোগ্রামে আমরা শুধু ওয়েব ডেভেলপমেন্ট শেখাবই না, বরং আপনাদের ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার তৈরিতে সাহায্য করব। তাই এই রিলেটেড চাকরির ইন্টারভিউতে কী ধরণের প্রশ্ন করা হয়, কীভাবে তার প্রস্তুতি নিতে হবে, কীভাবে আত্মবিশ্বাসের সাথে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার বাইরেও কী কী বিষয় উল্লেখ করলে আপনি প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন – সব মিলিয়ে ইন্টারভিউতে কীভাবে ভালো ইম্প্রেশন তৈরি করা যায় সেই প্রশিক্ষণ দেওয়া হবে। মক ইন্টারভিউ দ্বারা আপনাদের সত্যিকার জব ইন্টারভিউয়ের স্টিমুলেশন দেওয়া হবে যাতে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন। 

আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ বাচ ৭ আপনি পাচ্ছেন ডেইলি লাইভ সাপোর্ট সেশন। এই সেশনে প্রতিদিন দেড় ঘণ্টার জন্যে আমাদের একজন ইন্সট্রাকটর আপনাদের সাথে থাকবেন এবং আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর দিবেন।

Interactive Cares
New Dimension of Learning

© Interactive Cares. All Rights Reserved.

For any query ask us through the live chat option on the bottom right portion of the screen

#

Regular Registration is available now

Fill up the form to start your journey